Logo

খেলাধুলা    >>   ফুটসালে হেক্সা মিশন পূর্ণ, আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়

ফুটসালে হেক্সা মিশন পূর্ণ, আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়

ফুটসালে হেক্সা মিশন পূর্ণ, আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়

ব্রাজিল ফুটবল বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার জন্য ২২ বছর ধরে অপেক্ষা করলেও সেই অপেক্ষা ফুটসালে এসে শেষ হলো। আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফিফার ফুটসাল বিশ্বকাপে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে হুমো অ্যারেনায় অনুষ্ঠিত ফাইনালে রবিবার (৬ অক্টোবর) আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দারুণ এক জয় তুলে নেয় ব্রাজিলের ফুটসাল দল।

৪০ মিনিটের উত্তেজনাপূর্ণ এই ম্যাচের ষষ্ঠ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন ফেররাও। ১৩ মিনিটে রাফা সান্তোস দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে থাকা ব্রাজিল ম্যাচের বাকিটাও নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল। আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে আক্রমণে বেশ কিছু চেষ্টা করলেও তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই রোসা দলের হয়ে একটি গোল শোধ দেন, কিন্তু সমতা ফেরানোর সময় পায়নি আর্জেন্টিনা। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ব্রাজিলের ফুটসাল দল শিরোপা জয়ের আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।

এবারের আসরে দারুণ ফর্মে ছিল ব্রাজিল। কোনো ম্যাচেই হারেনি তারা। গ্রুপ পর্বে কিউবাকে ১০-০, ক্রোয়েশিয়াকে ৮-১ এবং থাইল্যান্ডকে ৯-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে পৌঁছে যায় ব্রাজিল।

ফিফার আয়োজিত ফুটসাল বিশ্বকাপে এটি ব্রাজিলের ষষ্ঠ শিরোপা। আগের ১০ আসরের মধ্যে সাতবারই ফাইনাল খেলেছে ব্রাজিল, যার মধ্যে ছয়বারই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সেলেসাওরা। ফুটবলে যেখানে আর্জেন্টিনা আধিপত্য বিস্তার করছে, সেখানে ফুটসালে ব্রাজিলের শ্রেষ্ঠত্ব বজায় থাকলো।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert